সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে ভূমিসেবা নিয়ে আলোচনা সভা  

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ভূমিসেবা নিয়ে আলোচনা সভা  

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক, ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে (৮-১৪) জুন হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।

সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল। উপস্থাপনা করেন হবিগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন, রেভিনিউ ডেপুটি কালেক্টর নিবিড় রঞ্জন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম চুনারুঘাট, মো. সাইফুল ইসলাম বানিয়াচং, মো. নাহিদ ভূইয়া শায়েস্তাগঞ্জ। সেবাগ্রহীতাদের মধ্যে বক্তব্য দেন, অনন্তপুর এলাকার মো. আব্দুল কাদির ও কোর্টস্টেশনের রুহুল আমিন।

বক্তব্যের শুরুতে সেবাগ্রহীতা মো. আব্দুল কাদির বলেন, স্মার্ট ভূমিসেবা জনগণকে উপহার দিয়ে দেশ ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা বক্তব্যে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

টিএইচ